1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বুধবার, ২১ মে ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাইবান্ধার আইন ফুলছড়িতে শৃংখলা কমিটির সভা শেষে ৬ ইউপি চেয়ারম্যান আটক প্রবাসীর ভালোবাসায় মানবিক উদ্যোগ—গাবতলীর দক্ষিণপাড়ায় দুস্থদের মাঝে টিন বিতরণ পীরগাছায় পানি নিষ্কাশনের জায়গা প্রশস্ত না থাকায় তলিয়ে গেছে চার একর জমির আবাদি ফসল আখাউড়ায় এমসি বাণিজ্যের দায়ে, হাসপাতালে মালি সোহেল মিয়া বদলী, ভুক্তভোগী হেলাল মিয়া! কাউনিয়ায় বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ বিষয়ক সচেতনতামূলক সভা আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা; গ্রেপ্তার নেই তারুণ্যের সমাবেশ ঘিরে গংগাচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ১৩ বছর বয়সী শরিফুলের অভাবনীয় সাফল্য: মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ পীরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা গাবতলী থানার অভিযানে ওয়ারেন্টভুক্তসহ ৫ আসামি গ্রেফতার, ওসি সেরাজুল হকের কড়া বার্তা

আখাউড়ায় ৫ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, এবং ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ৬

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৮ বার পাঠ করা হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় অভিযানকালে এস.আই মোঃ মমিন হোসেন, এ.এস.আই ধীমান বড়ুয়া, এ.এস.আই মোঃ জহিরুল ইসলাম, এ.এস.আই মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ১৯/০৫/২০২৫ ইং তারিখ, ৭টা.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ, রামধননগর উত্তরপাড়া তাওয়াআডি মা ভিলা(ফাতেমা বেগম) এর বাড়ীর বসত ঘরের পূর্ব পাশ হইতে ৫ কেজি গাঁজা সহ ০১। মোঃ শরিফ(১৯), পিতা-মোঃ কাইয়ুম খান, মাতা-মৃত জ্যোৎস্না বেগম, সাং-রামধননগর (ভাসমান অবস্থায়), ০২। বেবি আক্তার(৪৮), পিতা-, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-রামধননগর, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

অপর অভিযানকালে এস.আই মোঃ মমিন হোসেন, এ.এস.আই মাইন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ১৯/০৫/২০২৫ ইং তারিখ, ৬টা.৪০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, আইরল ফকিরবাড়ী(বাগান বাড়ীর) সামনে পাকা রাস্তার উপর হইতে ১০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১। মোঃ মামুন চৌধুরী(৩৫), পিতা-মৃত রোকন উদ্দিন চৌধুরী, মাতা-ফিরোজা বেগম, সাং-দেবগ্রাম পূর্বপাড়া, আখাউড়া পৌরসভা, ০২। মোঃ রাসেল(২১), পিতা-রফিকুল ইসলাম, মাতা-জুলেখা বেগম, সাং-আইরল (ফকিরবাড়ী, বাগানবাড়ী), মনিয়ন্দ ইউপি, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

অন্য অভিযানকালে এসআই মোঃ জহিরুল হক, এএসআই ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ জিআর ৫০৫/২২ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। আমেনা বেগম ওরফে কালি, স্বামী-আক্তার হোসেন, পিতা-নুরুল, সাং-আজমপুর রেলওয়ে সংলগ্ন রেলওয়ে কলোনী মাদ্রাসার মাইমুনার বাড়ী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিআর-১৩৫/২২ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। মোঃ রনি ভূইয়া প্রকাশ রনি মিয়া, পিতা-নায়েব আলী, সাং-রাজাপুর পূর্বপারা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এ সকল আসামি গণকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024