
লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় অভিযানকালে এস.আই মোঃ মমিন হোসেন, এ.এস.আই ধীমান বড়ুয়া, এ.এস.আই মোঃ জহিরুল ইসলাম, এ.এস.আই মোঃ আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ১৯/০৫/২০২৫ ইং তারিখ, ৭টা.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৪নং আখাউড়া উত্তর ইউপিস্থ, রামধননগর উত্তরপাড়া তাওয়াআডি মা ভিলা(ফাতেমা বেগম) এর বাড়ীর বসত ঘরের পূর্ব পাশ হইতে ৫ কেজি গাঁজা সহ ০১। মোঃ শরিফ(১৯), পিতা-মোঃ কাইয়ুম খান, মাতা-মৃত জ্যোৎস্না বেগম, সাং-রামধননগর (ভাসমান অবস্থায়), ০২। বেবি আক্তার(৪৮), পিতা-, মাতা-মৃত মনোয়ারা বেগম, সাং-রামধননগর, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অপর অভিযানকালে এস.আই মোঃ মমিন হোসেন, এ.এস.আই মাইন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ১৯/০৫/২০২৫ ইং তারিখ, ৬টা.৪০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, আইরল ফকিরবাড়ী(বাগান বাড়ীর) সামনে পাকা রাস্তার উপর হইতে ১০০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১। মোঃ মামুন চৌধুরী(৩৫), পিতা-মৃত রোকন উদ্দিন চৌধুরী, মাতা-ফিরোজা বেগম, সাং-দেবগ্রাম পূর্বপাড়া, আখাউড়া পৌরসভা, ০২। মোঃ রাসেল(২১), পিতা-রফিকুল ইসলাম, মাতা-জুলেখা বেগম, সাং-আইরল (ফকিরবাড়ী, বাগানবাড়ী), মনিয়ন্দ ইউপি, উভয় থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অন্য অভিযানকালে এসআই মোঃ জহিরুল হক, এএসআই ধীমান বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ জিআর ৫০৫/২২ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০১। আমেনা বেগম ওরফে কালি, স্বামী-আক্তার হোসেন, পিতা-নুরুল, সাং-আজমপুর রেলওয়ে সংলগ্ন রেলওয়ে কলোনী মাদ্রাসার মাইমুনার বাড়ী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। জিআর-১৩৫/২২ এর ওয়ারেন্টভুক্ত আসামী ০২। মোঃ রনি ভূইয়া প্রকাশ রনি মিয়া, পিতা-নায়েব আলী, সাং-রাজাপুর পূর্বপারা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এ সকল আসামি গণকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়।