মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে অবৈধ গাড়ী পার্কিংয়ের অপরাধে অভিযান পরিচালনা’র মাধমে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৬ ই মে (শুক্রবার) বিকাল ৩ টায় বগুড়া-নাটোর মহাসড়কের সেলিনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের এর অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারায় ৪ জন ট্রাক ড্রাইভার প্রত্যেককে ১,০০০ টাকা করে সতর্কতামূলকভাবে মোট ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা সকল ট্রাক অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন কুন্দারহাট হাইওয়ে থানা’র সার্জেন্ট রফিকুল ইসলাম।
Leave a Reply