
মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে অবৈধ গাড়ী পার্কিংয়ের অপরাধে অভিযান পরিচালনা’র মাধমে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৬ ই মে (শুক্রবার) বিকাল ৩ টায় বগুড়া-নাটোর মহাসড়কের সেলিনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের এর অপরাধে বাংলাদেশ সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারায় ৪ জন ট্রাক ড্রাইভার প্রত্যেককে ১,০০০ টাকা করে সতর্কতামূলকভাবে মোট ৪,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা সকল ট্রাক অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন কুন্দারহাট হাইওয়ে থানা’র সার্জেন্ট রফিকুল ইসলাম।