1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমনিরহাটের পাটগ্রামে দেড় যুগ পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত গাইবান্ধার আইন ফুলছড়িতে শৃংখলা কমিটির সভা শেষে ৬ ইউপি চেয়ারম্যান আটক প্রবাসীর ভালোবাসায় মানবিক উদ্যোগ—গাবতলীর দক্ষিণপাড়ায় দুস্থদের মাঝে টিন বিতরণ পীরগাছায় পানি নিষ্কাশনের জায়গা প্রশস্ত না থাকায় তলিয়ে গেছে চার একর জমির আবাদি ফসল আখাউড়ায় এমসি বাণিজ্যের দায়ে, হাসপাতালে মালি সোহেল মিয়া বদলী, ভুক্তভোগী হেলাল মিয়া! কাউনিয়ায় বিদেশ ফেরতদের পুনরেকএীকরণ বিষয়ক সচেতনতামূলক সভা আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা; গ্রেপ্তার নেই তারুণ্যের সমাবেশ ঘিরে গংগাচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ১৩ বছর বয়সী শরিফুলের অভাবনীয় সাফল্য: মাত্র ৬ মাসে পূর্ণ কুরআন হিফজ পীরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের অধিকারভোগীর মাঝে নগদ অর্থপ্রদান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পাঠ করা হয়েছে

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের অধিকারভোগীর মাঝে নগদ অর্থপ্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার ইসলামিক রিলিফ কানাডা”র অর্থায়নে এবং “ইসলামিক রিলিফ বাংলাদেশ’’ কর্তৃক বাস্তবায়িত ‘গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প – (সীড)’-এর আওতায় আজ মোট ২০০০ অধিকারভোগীর মধ্য থেকে ৩৭৭ অধিকারভোগীর মাঝে ২৫,০০০/- টাকা করে মোট প্রায় ৯৫ লক্ষ টাকার মূলধন (Seed Money) বিতরণ করা হয়েছে। এই সহায়তা অত্যন্ত দরিদ্র নারী অধিকারভোগীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং তাদের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নগদ অর্থ বিতরণ কার্যক্রমটি কাউনিয়া উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। বালাপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। তিনি বলেন,”এই অর্থ সহায়তা পেয়ে নারীরা ছোট ব্যবসা বা উৎপাদনের কাজে লাগাতে পারবে। এতে তারা নিজেরা উপার্জন করতে পারবে এবং পরিবারকে ভালোভাবে চালাতে পারবে। এটা তাদের জীবনে পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।প্রকল্পটির আওতায় শুধু আয়বৃদ্ধি মূলক কার্যক্রমে নগদ অর্থ সহায়তাই নয়, বরং অধিকারভোগীদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোক্তা ব্যবস্থাপনার ওপর ধারাবাহিক প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ বিশ্বাস করে, এই উদ্যোগ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে এবং সমাজে তাদের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে।এ প্রকল্পের একজন উপকারভোগী নগদ অর্থ হাতে পেয়ে বলেন, “আমি ইসলামিক রিলিফ বাংলাদেশ থেকে ২৫,০০০ টাকা সহায়তা পেয়েছি। এই টাকা দিয়ে আমি একটি গরুর বাছুর কিনব এবং তা লালন-পালন করে বড় করে বিক্রি করব। আশা করি, এতে আমার সংসারে কিছুটা স্বচ্ছলতা আসবে। আমি কৃতজ্ঞ ইসলামিক রিলিফের প্রতি, যারা আমাদের মতো দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে।উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ তিন বছর মেয়াদী এই “সীড” প্রকল্পটি কাউনিয়া ও পীরগাছা উপজেলার চারটি ইউনিয়নের মোট ২০০০ অতি দরিদ্র পরিবারের দারিদ্র্যতা হ্রাসের লক্ষ্যে বাস্তবায়ন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024