প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের অধিকারভোগীর মাঝে নগদ অর্থপ্রদান

প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় ইসলামিক রিলিফ বাংলাদেশের অধিকারভোগীর মাঝে নগদ অর্থপ্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার ইসলামিক রিলিফ কানাডা”র অর্থায়নে এবং “ইসলামিক রিলিফ বাংলাদেশ’’ কর্তৃক বাস্তবায়িত ‘গ্রামীণ নারীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে টেকসই জীবিকা নির্বাহ প্রকল্প – (সীড)’-এর আওতায় আজ মোট ২০০০ অধিকারভোগীর মধ্য থেকে ৩৭৭ অধিকারভোগীর মাঝে ২৫,০০০/- টাকা করে মোট প্রায় ৯৫ লক্ষ টাকার মূলধন (Seed Money) বিতরণ করা হয়েছে। এই সহায়তা অত্যন্ত দরিদ্র নারী অধিকারভোগীদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং তাদের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নগদ অর্থ বিতরণ কার্যক্রমটি কাউনিয়া উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। বালাপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক। তিনি বলেন,”এই অর্থ সহায়তা পেয়ে নারীরা ছোট ব্যবসা বা উৎপাদনের কাজে লাগাতে পারবে। এতে তারা নিজেরা উপার্জন করতে পারবে এবং পরিবারকে ভালোভাবে চালাতে পারবে। এটা তাদের জীবনে পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।প্রকল্পটির আওতায় শুধু আয়বৃদ্ধি মূলক কার্যক্রমে নগদ অর্থ সহায়তাই নয়, বরং অধিকারভোগীদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোক্তা ব্যবস্থাপনার ওপর ধারাবাহিক প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ বিশ্বাস করে, এই উদ্যোগ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে এবং সমাজে তাদের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে।এ প্রকল্পের একজন উপকারভোগী নগদ অর্থ হাতে পেয়ে বলেন, “আমি ইসলামিক রিলিফ বাংলাদেশ থেকে ২৫,০০০ টাকা সহায়তা পেয়েছি। এই টাকা দিয়ে আমি একটি গরুর বাছুর কিনব এবং তা লালন-পালন করে বড় করে বিক্রি করব। আশা করি, এতে আমার সংসারে কিছুটা স্বচ্ছলতা আসবে। আমি কৃতজ্ঞ ইসলামিক রিলিফের প্রতি, যারা আমাদের মতো দরিদ্র নারীদের পাশে দাঁড়িয়েছে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে।উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ তিন বছর মেয়াদী এই “সীড” প্রকল্পটি কাউনিয়া ও পীরগাছা উপজেলার চারটি ইউনিয়নের মোট ২০০০ অতি দরিদ্র পরিবারের দারিদ্র্যতা হ্রাসের লক্ষ্যে বাস্তবায়ন করছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন