1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়া প্রেসক্লাবের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় বিতর্কিত ইউএনও শেখ রাসেল পীরগাছায় বদলি, উঠছে নানা প্রশ্ন সার্চ মানবাধিকার সোসাইটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত থানা ভাঙচুর ও আসামী ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার আরও ২ নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন সাবেক এমপি মোশারফ স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আমলের জন্মদিন উদযাপন নওগাঁতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান  ঝিনাইদহে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই ব্যবসায়ী কে অর্থদন্ড প্রদান জগতবেড়ে জমি নিয়ে দন্ড বিরোধের জেরে চুরির অপবাদের অভিযোগ

পীরগাছায় ফুল চাষে স্বাবলম্বী শাহিন মাহমুদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পাঠ করা হয়েছে

রংপুরের পীরগাছায় আধুনিক পদ্ধতিতে ফুল চাষ করে স্বাবলম্বি হয়েছেন শাহিন মাহমুদ। ফুল চাষের মাধ্যমে তার ভাগ্য বদলের পাশাপাশি সৃষ্টি করেছে অনেক লোকের কর্মসংস্থান। ফুল চাষে লাভ বেশি হওয়াতে বছর বছর ফুল বাগানের সীমানা বৃদ্ধি করছে তিনি। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কল্যাণী ইউনিয়নের স্বচাষ গ্রামে দুই একর উচু জমি লিজ নিয়ে ফুল চাষী শাহিন মাহমুদ গত পাঁচ বছর থেকে ফুল চাষ করছেন। ফুল চাষী শাহিন মাহমুদ এর বাড়ি জেলার দখিগঞ্জ গ্রামে। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর থেকে শহরে সাজঘর নামে প্রতিষ্ঠানে ফুলের ব্যবসা করছেন। তার ফুলের বাগানে গোলাপ, থাই গোলাপ চায়না, রজনীগন্ধা, চন্দ্র মলিকা ও গাঁধা ফুলের ফুল চাষ শুরু করেন। প্রতিনিয়ত ফুলের বাজার দখল করতে বেশি বেশি উৎপাদন বৃদ্ধির কাজে নিজেদের নিয়োজিত করেছে। বাগান দেখতে প্রতিদিন দূর দুরান্ত থেকে আসছে দর্শনার্থী।
দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে ফুল বিক্রি করছেন তিনি। আবার কেউ কেউ বাগান থেকে ফুল কিনে নিয়ে যান। ফুল চাষী ও সাজঘর এর মালিক শাহিন মাহমুদ এর সাথে কথা হলে তিনি জানান, ফুল বাগানে ও দোকান মিলে প্রতিদিন ১০ জনের কর্মসস্থানের সৃষ্ঠি হয়েছে। বর্তমানে ২ একর জমি থেকে গোলাপসহ অন্যান্য ফুল বিক্রি করে প্রতি বছর সকল খরচ বাদ দিয়ে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করছি, যা অন্য ফসলের চেয়ে অনেক বেশি।শিক্ষিত বেকাররা অহেতুক চাকরির পেছনে না ঘুরে যদি পছন্দমত কোন কাজকে বেছে নেয় তবে আমার বিশ্বাস তারাও সফল হবে। এখন ভাল লাগছে এই ভেবে যে, আমার দোকান ও ফুলের জমিতে অনেক বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। পরিশ্রম করলে সুফল আসবে। গোলাপ ফুলে ক্যাপ (Rose Bad Net) পড়ানোর বিষয়ে তিনি বলেন, এটি পড়ানো হলে দ্রুত ফুল ঝওে পড়বেনা। যাতে ফুল ঝরে না যায় এজন্য ক্যাপ পড়ানো হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ফুল চাষ একটি লাভ জনক ব্যবসা। শাহিন মাহমুদ একজন সফল ফুল চাষি এবং ব্যবসায়ী,শাহিন মাহমুদকে অনুকরণ করে কেউ যদি ফুল চাষে আগ্রহী হয়, আমরা তাকে সব ধরনের সহযোগিতা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024