প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শনিবার , ২৪ মে, ২০২৫

পীরগাছায় ফুল চাষে স্বাবলম্বী শাহিন মাহমুদ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

রংপুরের পীরগাছায় আধুনিক পদ্ধতিতে ফুল চাষ করে স্বাবলম্বি হয়েছেন শাহিন মাহমুদ। ফুল চাষের মাধ্যমে তার ভাগ্য বদলের পাশাপাশি সৃষ্টি করেছে অনেক লোকের কর্মসংস্থান। ফুল চাষে লাভ বেশি হওয়াতে বছর বছর ফুল বাগানের সীমানা বৃদ্ধি করছে তিনি। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কল্যাণী ইউনিয়নের স্বচাষ গ্রামে দুই একর উচু জমি লিজ নিয়ে ফুল চাষী শাহিন মাহমুদ গত পাঁচ বছর থেকে ফুল চাষ করছেন। ফুল চাষী শাহিন মাহমুদ এর বাড়ি জেলার দখিগঞ্জ গ্রামে। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর থেকে শহরে সাজঘর নামে প্রতিষ্ঠানে ফুলের ব্যবসা করছেন। তার ফুলের বাগানে গোলাপ, থাই গোলাপ চায়না, রজনীগন্ধা, চন্দ্র মলিকা ও গাঁধা ফুলের ফুল চাষ শুরু করেন। প্রতিনিয়ত ফুলের বাজার দখল করতে বেশি বেশি উৎপাদন বৃদ্ধির কাজে নিজেদের নিয়োজিত করেছে। বাগান দেখতে প্রতিদিন দূর দুরান্ত থেকে আসছে দর্শনার্থী।
দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে ফুল বিক্রি করছেন তিনি। আবার কেউ কেউ বাগান থেকে ফুল কিনে নিয়ে যান। ফুল চাষী ও সাজঘর এর মালিক শাহিন মাহমুদ এর সাথে কথা হলে তিনি জানান, ফুল বাগানে ও দোকান মিলে প্রতিদিন ১০ জনের কর্মসস্থানের সৃষ্ঠি হয়েছে। বর্তমানে ২ একর জমি থেকে গোলাপসহ অন্যান্য ফুল বিক্রি করে প্রতি বছর সকল খরচ বাদ দিয়ে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করছি, যা অন্য ফসলের চেয়ে অনেক বেশি।শিক্ষিত বেকাররা অহেতুক চাকরির পেছনে না ঘুরে যদি পছন্দমত কোন কাজকে বেছে নেয় তবে আমার বিশ্বাস তারাও সফল হবে। এখন ভাল লাগছে এই ভেবে যে, আমার দোকান ও ফুলের জমিতে অনেক বেকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। পরিশ্রম করলে সুফল আসবে। গোলাপ ফুলে ক্যাপ (Rose Bad Net) পড়ানোর বিষয়ে তিনি বলেন, এটি পড়ানো হলে দ্রুত ফুল ঝওে পড়বেনা। যাতে ফুল ঝরে না যায় এজন্য ক্যাপ পড়ানো হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ফুল চাষ একটি লাভ জনক ব্যবসা। শাহিন মাহমুদ একজন সফল ফুল চাষি এবং ব্যবসায়ী,শাহিন মাহমুদকে অনুকরণ করে কেউ যদি ফুল চাষে আগ্রহী হয়, আমরা তাকে সব ধরনের সহযোগিতা করবো।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন