1. admin@alokitopotrika.com : alokitopotrika_560 :
রবিবার, ২৫ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন হারাগাছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে বিএনপি নেতা এমদাদুল হক ভরসার মতবিনিময় মহাস্থানে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, মোটরসাইকেল ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের মামলা উঠাইয়া নিতে বাদীকে হুমকি, থানায় জিডি গাইবান্ধায় ‘জিওপি’ গণঅধিকার পরিষদ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা  গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠিত ময়লারঘর যেন মাদক সেবীদের আখড়ায় পরিণত আখাউড়ায় ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট ও পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৯ কাউনিয়ায় হাট বাজার গুলোর ড্রেনেজ ব্যবস্থার সংস্কারে উদ্যোগ নেই নওগাঁর আত্রাইয়ে তিন দিনব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করেন ইউএনও কামাল হোসেন

ডিমলায় ঠিকাদারী কাজে বাঁধা হামলার শিকার

  • প্রকাশিত : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পাঠ করা হয়েছে

আব্দুল হামিদ সরকার,নীলফামারীর জেলা প্রতিনিধিঃ
ডিমলায় ঠিকাদারি কাজের চাঁদা না দেওয়া হামলার শিকার হয়েছে সাব ঠিকাদারের কাজের একাধিক লোকজন। ঘটনাটি ঘটেছে (০৩ )জানু/২৫ সকাল ১১’০০ টায় সময় নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ভেস সি পাড়া রোড হাজী পাড়া। এলাকা সূত্রে জানা যায় জিকরুল ইসলাম (৪০)পিতা হামিদুল ইসলাম বলেন আমি ক্যানেলের পাইলিং কাজের জন্য সাব ঠিকাদার হিসেবে আমার লেোকজন সালাম হোসেন সহ কাজ করতেছি।এমতাবস্থায় একই এলাকার ফরিদুল ইসলাম (৩৫) ইলিয়াস আলী,তহিদুল ইসলাম (৪০)পিতা ছমির উদ্দিন, সাহিন ইসলাম (৩৩)পিতা, মিস্টার আলী, শাকিল ইসলাম সকলের পিতা ইলিয়াস আলী। শহিদুল ইসলাম (২৫)পিতা ছমির উদ্দিন ও ইলিয়াস আলী (৫৫) সহ আরও অনেকে কাজের জন্য ৫-লক্ষ টাকা চাঁদা দাবি করেন।চাঁদা না দেওয়ায় তাদের দলবল লাঠি-সোডা দা-কুঁড়াল ও ধারালো অস্ত্র হাতে নিয়ে এলোপাথারি মারপিট ও কোপ দিয়ে জখম করে। রক্তাক্ত জখম হলে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় বাদী হয়ে জিকরুল ইসলাম ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
, ঘটনা বেগতিক দেখে প্রতিবেশী সজল সরকার, আব্দুর রহমান, হুদাই মামুদ,আব্দুল মালেক,কুদ্দুস আলী ঘটানাস্থলে এসে প্রাণ রক্ষা করেন।তারা বলেন ৫-লক্ষ টাকা চাঁদা না-দিলে ডাং মার করে পঙ্গু করে ফেলা সহ প্রাণ নাশের ও হুমকি দেন। জানা গেছে, অভিযোগকারী জিকরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন ঐক্যবদ্ধ কর্মী।আওয়ামী লীগ করার কারণে যে কোনো ঠিকাদার তাদেরকে বরাবরই চাঁদা দিয়ে আসছিল তোমরা চাঁদা না দিলে কাজ বন্ধ হবে বলে হুমকি দেন বলে জানিয়েছেন অভিযোগকারী।
ডিমলা থানা কর্মরত এস আই নুর ইসলাম বলেন গতকাল তদন্ত হয়েছে। ওসি স্যারের সাথে কথা বলে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024