
আব্দুল হামিদ সরকার,নীলফামারীর জেলা প্রতিনিধিঃ
ডিমলায় ঠিকাদারি কাজের চাঁদা না দেওয়া হামলার শিকার হয়েছে সাব ঠিকাদারের কাজের একাধিক লোকজন। ঘটনাটি ঘটেছে (০৩ )জানু/২৫ সকাল ১১’০০ টায় সময় নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ভেস সি পাড়া রোড হাজী পাড়া। এলাকা সূত্রে জানা যায় জিকরুল ইসলাম (৪০)পিতা হামিদুল ইসলাম বলেন আমি ক্যানেলের পাইলিং কাজের জন্য সাব ঠিকাদার হিসেবে আমার লেোকজন সালাম হোসেন সহ কাজ করতেছি।এমতাবস্থায় একই এলাকার ফরিদুল ইসলাম (৩৫) ইলিয়াস আলী,তহিদুল ইসলাম (৪০)পিতা ছমির উদ্দিন, সাহিন ইসলাম (৩৩)পিতা, মিস্টার আলী, শাকিল ইসলাম সকলের পিতা ইলিয়াস আলী। শহিদুল ইসলাম (২৫)পিতা ছমির উদ্দিন ও ইলিয়াস আলী (৫৫) সহ আরও অনেকে কাজের জন্য ৫-লক্ষ টাকা চাঁদা দাবি করেন।চাঁদা না দেওয়ায় তাদের দলবল লাঠি-সোডা দা-কুঁড়াল ও ধারালো অস্ত্র হাতে নিয়ে এলোপাথারি মারপিট ও কোপ দিয়ে জখম করে। রক্তাক্ত জখম হলে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় বাদী হয়ে জিকরুল ইসলাম ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
, ঘটনা বেগতিক দেখে প্রতিবেশী সজল সরকার, আব্দুর রহমান, হুদাই মামুদ,আব্দুল মালেক,কুদ্দুস আলী ঘটানাস্থলে এসে প্রাণ রক্ষা করেন।তারা বলেন ৫-লক্ষ টাকা চাঁদা না-দিলে ডাং মার করে পঙ্গু করে ফেলা সহ প্রাণ নাশের ও হুমকি দেন। জানা গেছে, অভিযোগকারী জিকরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন ঐক্যবদ্ধ কর্মী।আওয়ামী লীগ করার কারণে যে কোনো ঠিকাদার তাদেরকে বরাবরই চাঁদা দিয়ে আসছিল তোমরা চাঁদা না দিলে কাজ বন্ধ হবে বলে হুমকি দেন বলে জানিয়েছেন অভিযোগকারী।
ডিমলা থানা কর্মরত এস আই নুর ইসলাম বলেন গতকাল তদন্ত হয়েছে। ওসি স্যারের সাথে কথা বলে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।।