প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৪ জুলাই, ২০২৫

আখাউড়ায় ইজিবাইকসহ এক ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের সময়: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানকালে ইং-০৭/১২/২০২৪ তারিখ, রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৫নং আখাউড়া দক্ষিণ ইউপিস্থ, দ্বিজয়পুর(গাজীর বাজার) চারা বাড়ির সামনে সড়ক বাজার টু গাজীর বাজার গামী পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোরিক্সা ড্রাইভার মোঃ আকাশ প্রকাশ সাগর(২৪)(ভিকটিম), পিতা-মোঃ খুরশিদ আলম, সাং-ছোট কুড়িপাইকা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর ভাড়ায় চালিত ০১ টি তিন চাকা ও ছাদ বিশিষ্ট ব্যাটারি চালিত ইজিবাইকে থাকা ০২ জন যাত্রী ইজিবাইক থামাইয়া তাহাদের নিকটে থাকা ছুরি ও কেঁচি দিয়ে খুন করে ফেলার ভয়ভীতি দেখাইয়া ইজিবাইক থেকে নামানোর চেষ্টা করলে ০১ নং আসামী সুজন মিয়া(২৫), পিতা-ছাত্তার মিয়া, সাং-গোকর্ণঘাট, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া সহ অজ্ঞাতনামা ০১ জনের সাথে থাকা ছুরি ও কেঁচি দিয়ে অটোরিক্সা ড্রাইভার মোঃ আকাশ সাগরকে ডান কানে ঘাই মারিয়া গুরুতর কাঁটা রক্তাক্ত জখম করিয়া পালিয়ে যায়। স্থানীয় লোকজন থানা পুলিশকে অবহিত করিলে তাৎক্ষণিক এসআই(নিরস্ত্র) ওয়াসিম বিল্লাহ্ ও সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উপরোক্ত আসামী সুজন মিয়াকে গ্রেফতার সহ ছিনতাইকৃত ০১ টি তিন চাকা বিশিষ্ট ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়। পরবর্তীতে বাদীর অভিযোগের ভিত্তিতে উপরোক্ত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানার মামলা করা হয়েছে, নং-০৪, তারিখ-০৮/১২/২০২৪ইং, ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজো করা হয়। আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন