প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

দশমাইল হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.
দিনাজপুরে দশমাইল হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়ক সংলগ্ন দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ও হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের দিক নির্দেশনায় দশমাইল হাইওয়ে থানা হলরুমে দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করতে হবে। রাস্তায় মদ,গাঁজা, অটো, সিএনজি, ড্রাম ট্রাক,থ্রি হুইলার বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের যেকোনো প্রয়োজনে পুলিশকে পাশে পাবে যার কারণে বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও স্থানীয় পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে।

বক্তব্য শেষে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

অনুষ্ঠানে দশমাইল হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, ইউনিয়ন বিএনপিসহ সাংবাদিক, দশমাইল হাইওয়ে থানার সকল ফোর্স ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন