প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

ডিমলায় হাল চাষের ট্রাকটরে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় হাল চাষের ট্রাকটর চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রায়হান (৯) উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের মো. হাসেম আলীর ছেলে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ছোটখাতা গ্রোয়েন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন ডিমলা থানার এসআই হাবিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রোয়েন পাড়া এলাকার মো. আলমগীর হোসেনের হাল চাষের ট্রাকটর জমিতে হাল চাষ করার সময় হাসেম আলী তার ছেলেকে শখের বসে ওই গাড়িতে উঠিয়ে দেন। জমিতে হাল চাষের এক পর্যায়ে হাল চাষের ট্রাকটর ক্ষেতের পাশে থাকা কাঁঠাল গাছের সাথে ধাক্কা খায় ও ছেলেটি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আরো বলেন, রায়হান ছোট ছেলে সে চালক নন। শখের বশে তার বাবা তাকে গাড়ি চালানোর জন্য উঠিয়ে দেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন