প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

তানোরে শিব নদীর পানি শুকিয়ে বিপাকে মৎস্য জীবীরা

প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

হামিদুর রহমান, তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলায় শিব নদীর পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে। নদীটি একসময় এলাকাবাসীর জন্য জীবন ধারণের প্রধান উৎস ছিল। কিন্তু এখন এর পানি সংকট তীব্র আকার ধারণ করেছে।

শুকিয়ে যাওয়া পানির ফলে এলাকার মৎস্য জীবীরা পড়েছেন চরম বিপাকে। তাদের অনেকেই মাছ ধরার কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন। এ অবস্থায় অনেক মৎস্য জীবী বিকল্প জীবিকার সন্ধানে অন্য পেশায় চলে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীটির পানির প্রবাহ কমে যাওয়ার প্রধান কারণ হলো অপরিকল্পিত সেচ ব্যবস্থা ও নদীর নাব্যতা হ্রাস। এছাড়াও বৃষ্টিপাতের অভাব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তানোরের কুটিপাড়া মৎস্যজীবী আশরাফুল হোসেন বলেন, “নদীতে আগের মতো পানি নেই। মাছও তেমন পাওয়া যায় না। আমরা খুব কষ্টে আছি। সরকার যদি কোনো সাহায্য করে, তাহলে আমাদের এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিব নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য একটি পুনঃখনন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রকল্পটি কবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

এদিকে পরিবেশবিদরা শিব নদীর পানি সংকট মোকাবিলায় টেকসই সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তারা মনে করেন, নদী রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা না হলে এই সংকট আরও প্রকট হয়ে উঠতে পারে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন