প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

পত্নীতলায় ১৪ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪ আটক

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

মনোয়ার হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে অভিযান পরিচালনা করে  বিপুল পরিমান মাদকদ্রব্য সহ চারজন কে আটক করেন বিজিবি’র সদস্যরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ১৪ বিজিবি’র প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার (২ ডিসেম্বর) সকাল ৭ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উদয়শ্রী ঠনঠনিয়া পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০৬ বোতল ভারতীয় মদ, ০২টি পুরাতন মোটর সাইকেল, ০৪টি মোবাইল ফোন এবং ০৫টি সীম কার্ডসহ ০৪ জন চোরাকারবারী আটক করেন।

আটককৃতরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে  মোঃ ফিরোজ হোসেন(৩৮), চকমুলী গ্রামের তজিম উদ্দীনের ছেলে মোঃ মতিয়ার হোসেন(৩৫), চক নন্দন গ্রামের মৃত জিল্লু হাসদার ছেলে  শ্রী পাউলুস হাসদা(২৭) এবং একই গ্রামের সরকার হাসদার ছেলে মিঠু হাসদা (২৫) পিতা-সরকার হাসদা। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে  মালামাল সহ পুলিশের নিকট হস্তান্তর করা করা হয়েছে । মালামালের আনুমানিক  সিজার মূল্য ২ লক্ষ ৯৯ হাজার টাকা।

নওগাঁ সীমান্তে অবৈধ পারাপার এবং চোরাচালান এর বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক   লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন