
মোঃ খাজা ময়েন উদ্দীন,আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
আত্রাইয়ের বলরামচকে একই পরিবারে ৪টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে।
নওগাঁর আত্রাইয়ের রবলরামচক গ্রামে সোমবার ২ডিসেম্বর ২০২৪ দিবাগত রাতে আত্রাই উপজেলার ভোঁ-পাড়া ইউনিয়নের বলরামচক গ্রামের মোজাফফর হোসেন এর বাড়ি থেকে ০৪টি গরু ও ০১টি ছাগল চুরি হয়েছে।
জানা যায় প্রতিদিনের নায় সোমবাব দিনে গরু ও ছাগল গুলোকে খাবার পরে রাতে ঘরে ভালো করে বেধে রেখে মোজাফফর হোসেন ঘুমিয়ে পরেন ভোরবেলা গরুর ঘর ফাকা দেখে অনেক খোজাঁ খুজি করেন পরে এলাকা বাসিন্দারাও অনেক খুঁজা খুঁজি করেও পায় নায়।
মোজাফফর হোসেন বলেন আমি অনেক কষ্ট করে গরু ও ছাগল গুলি লালন পালন করে আসছিলাম আমার মস্ত বর খতি হয়ে গেল।