
রংপুরের পীরগাছায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নিজ বাসায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পীরগাছা থানা পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার,বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার উপজেলার ছাওলা ইউনিয়নের নবু হারিয়া ঘাট এলাকার মৃত আছিমুদ্দীন ব্যাপারীর ছেলে। সোমবার সকাল অনুমান ৯ ঘটিকার সময় রংপুর মুন্সি পাড়ার এলাকায় তার ছেলে রফিকুল ইসলামের বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মরহুম আব্দুস সাত্তারের তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।