প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর রাণীনগর রবিবার পহেলা ডিসেম্বর ২০২৪ সকালে উপজেলা খাদ্য বিভাগ খাদ্যগুদাম প্রঙ্গনে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কাটেন মোহাইমেনা শারমীন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন,ওবায়দুল ইসলাম উপজেলা খাদ্য কর্মকর্তা,
মোছা. তারানা আফরীন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা,
ফারজানা হক উপজেলা কৃষি কর্মকর্তা, মোসাদ্দেক খাঁন
উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি আমন মৌসুমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ উপজেলার ৩৩ জন মিলারদের নিকট থেকে ৪৭ টাকা কেজি দরে ৭৮৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আর সরাসরি কৃষকদের নিকট থেকে ৩৩ টাকা কেজি দরে ১২৯৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন