প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

নন্দীগ্রামে ইসকন নিষিদ্ধের দাবীতে ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে ২৯ নভেম্বর (শুক্রবার) বাদ আছর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, নন্দীগ্রাম শাখা ও তৌহিদী জনতা’র উদ্যোগে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলটি নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ হতে শুরু হয়ে নন্দীগ্রাম উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফতি মোসাদ্দেক হোসেন, নন্দীগ্রাম কলেজ জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম, মডেল মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: ইদ্রিস আলীসহ স্থানীয় গগণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম-ওলামাগণ তাদের মূল্যায়ন বক্তব্য পেশ করেন।উল্লেখ্য, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে আইনজীবী সাইফুল মানিকের নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে দ্রুত নিষিদ্ধের জোর দাবী জানান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন