প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

নওগাঁর পোরশায় পাঁচ বছর বয়সের এক শিশু পানিতে ডুবে মৃত্যু

প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় একটি ইট ভাটার পানির হাউজে আবু তালহা নামের পাঁচ বছর বয়সের এক শিশু মারা গিয়াছে। আবু তালহা নিতপুর পশ্চিম  দিয়াড়াপাড়ার জসিম উদ্দিন ছেলে বলে জানাযায়।বিশেষ সূত্রে জানা গিয়েছে,মোঃ জসীম উদ্দীন গতকাল বিকেলে গ্রামের পাশে ইট ভাটায় শ্রমিকের কাজ করতে যান সঙ্গে ছোট শিশু  আবু তালহাও বাবার সঙ্গে যান। সেইখানে ইট ভাটার একটি পানির হাউজ ছিল সেই হাউজে সবার অজান্তে সেই হাউজে পরে পানিতে ডুবে আবু তালহা মারা যায়।ঐ সময় বাবা তার খেয়াল না করলেও সন্ধ্যার দিকে অন্য আরেকজন শ্রমিক ওই পানির হাউজে হাত মুখ ধোয়ার জন্য গিয়ে দেখতে পান তালহার লাশ ভেসে থাকতে,মৃত অবস্থায় আবু তালহার লাশ উদ্ধার করা হয়।পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন