
শুরুটা করেছিলেন সৌম্য সরকার। দারুণ খেলছিলেন তিনি।
কিন্তু রিভিও না নেওয়ার খেসারত দিয়ে ফিরতে হয়েছে তাকে। তবে হাল ছাড়েননি নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। তবে অন্যপ্রান্ত থেকে বিদায় নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে ২ উইকেটে ১৫৬ রান করেছে বাংলাদেশ।