প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ২৩ মে, ২০২৫

তানোরে কৃষকরা ধান কাটায় ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন

প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

হামিদুর রহমান,তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কৃষকরা বর্তমানে ধান কাটায় ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। ধান কাটার মৌসুমে এখানকার কৃষকরা দিন-রাত কাজ করে তাদের ফসল ঘরে তুলছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় মাড়াইয়ের জন্য মেশিনের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।ধান কাটার পরপরই মাড়াই মেশিন দিয়ে দ্রুত ফসল প্রক্রিয়া করা হচ্ছে, যা সময় এবং শ্রম বাঁচাচ্ছে। তবে ধানের ভালো ফলন এবং আবহাওয়ার অনুকূল পরিস্থিতি কৃষকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।তানোরের কৃষকরা জানান, মেশিনের সাহায্যে ধান মাড়াই সহজ এবং খরচ কম হওয়ায় এটি এখন গ্রামে বহুল ব্যবহৃত। তাছাড়া, সময়মতো ধান ঘরে তুলতে পারায় কৃষকদের মনে স্বস্তি ফিরে এসেছে।তবে, ধানের ন্যায্যমূল্য নিয়ে অনেক কৃষক উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সরকারের কাছে ধানের দাম নির্ধারণে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।তানোর উপজেলায় এভাবে কৃষকরা রাত-দিন পরিশ্রম করে তাদের সোনালি ফসল ঘরে তুলছেন, যা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন