প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫

আখাউড়ায় পুলিশের অভিযানে চুর ও গ্রেফতারি পরোয়ানা সহ গ্রেফতার ৪

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোঃ জহিরুল হক, এএসআই(নিরস্ত্র) মোঃ কাজী হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ দায়রা নং-১২৩/১১, জিআরপি মামলা নং ৫(৭)১০ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জাকির হোসেন ভূইয়া প্রকাশ জাক্কু(১৮), পিতা-মৃত নুর ভূঁইয়া প্রকাশ এতিম আলী, সাং-রাধানগর(ইদ্রিস মিয়ার বাড়ি) থানা আখাউড়া, জেলা- ব্রাহ্মণাবাড়িয়া। এদেরকে আখাউড়া থানা এলাকায় হইতে গ্রেফতার করা হয়।অপর অভিযান পরিচালনাকালে এসআই(নিরস্ত্র) মোঃ বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানার মামলা নং-০১, জিআর-২২০, তাং-০১/১১/২০২৪ ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী ১। আব্দুল্লাহ মিয়া (২২), পিতা-মোঃ নায়েব আলী মিয়া, ২। মোঃ তামিম রানা (২০) পিতা মৃত মামুন মিয়া ও ৩। মোঃ সাইমন মিয়া (১৯) পিতা- মোঃ দানু মিয়া, সর্ব সাং-ছতুরাশরীফ (উত্তর পাড়া), থানা-আখাউড়া, জেলা-রাহ্মণবাড়িয়া। এদেরকে আখাউড়া থানাধীন ছতুরাশরীফ এলাকায় হইতে গ্রেফতার করা হয়।আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন