
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
সোমবার (২৫ নভেম্বর) সকালে গাইবান্ধার জিইউকে মিলনায়তনে জলবায়ু পরিবর্তন ও নিরাপদ অভিবাসন নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনটি আয়োজন করে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিসি গাইবান্ধার অধ্যক্ষ আব্দুর রহিম এবং জনশক্তি বিষয়ক জেলা কর্মকর্তা নেছারুর হকসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি।সম্মেলনে বক্তারা বলেন, গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদী এলাকা জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ভাঙন, বন্যা, খরা এবং ভূমিধসের কারণে মানুষ তাদের বসবাসস্থল হারাচ্ছে এবং জীবিকা নির্বাহে চরম সমস্যার মুখোমুখি হচ্ছে। এই অবস্থায় নিরাপদ অভিবাসন একমাত্র কার্যকরী উপায় হতে পারে, যা মানুষের জীবনমান উন্নত করতে সহায়ক হবে।তারা আরও জানান, নিরাপদ অভিবাসন মানুষের জন্য অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের একটি সুযোগ সৃষ্টি করতে পারে। প্রবাসী শ্রমিকদের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে পেছিয়ে পড়া পরিবারগুলোর জন্য উন্নতির পথ প্রশস্ত করা সম্ভব।সম্মেলনে উপস্থিত বিশেষজ্ঞরা বলেন, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলা করতে প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন অপরিহার্য। স্থানীয় জনগণকে প্রশিক্ষণ দিয়ে অভিবাসনের প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করতে হবে, যাতে তারা সঠিক ও নিরাপদ উপায়ে বিদেশে কাজের সুযোগ গ্রহণ করতে পারেন।গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ভবিষ্যতে এ বিষয়ে আরো সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং স্থানীয় জনগণকে নিরাপদ অভিবাসন বিষয়ে প্রশিক্ষিত করার জন্য কর্মসূচি হাতে নেবে।এ সময় নিরাপদ অভিবাসনের মাধ্যমে গাইবান্ধার পিছিয়ে পড়া জনগণকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন বক্তারা।