প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

সাবেক ব্যাংকার আব্দুস সামাদের দাফন সম্পন্ন

প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

আওলাদ মিয়া,স্টাফ রিপোর্টারঃ বিডি নীয়ালা নিউজ এর সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান মন্ডলের শ্বশুর ও রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রভাষক আল মামুনের পিতা সাবেক ব্যাংকার আব্দুস সামাদ (৭০) বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা, ভাই-ভ্রাতা,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ জুমআ মরহুমের গ্রামের বাড়ি মাগুড়া সবুজ পাড়া এলাকায় ঈদগাঁহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাকে মাগুড়া সবুজ পাড়া জামে মসজিদের পাশে দাফন সম্পন্ন করা হয়। এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম, মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জাম মিঠু, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আবুল সানওয়াৎ চৌধুরী (বিয়েছ),সাবেক চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব ও সাংবাদিক কাওছার হামিদ তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন