
আজাদ হোসেন আওলাদ মিয়া,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ এর উপর নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান কর্তৃক হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অনতিবিম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি। ১৪ জুলাই ২০২৫ সোমবার সকাল ১১টায় এ মানব বন্ধন কর্মসুচি কিশোরগঞ্জ থানা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান, সহঃসভাপতি কাওছার হামিদ, সাংবাদিক মিজানুর রহমান,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রউফুল আলম,সাংবাদিক আনোয়ার হোসেন, এনটিভি (মাল্টিমিডিয়া) প্রতিনিধি শাকিল ইসলাম, চ্যানেল এস প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক গোয়েন্দা সংবাদ প্রতিনিধি আসিফ আকরাম, গোয়েন্দা সংবাদ রংপুর ব্যুরো-চীফ আব্দুল আলিম বাঙ্গালী, মেট্রো বাংলা প্রতিনিধি দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তরা বলেন এসব চিহ্নিত হামলাকারী ব্যক্তি গ্রেফতার না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকীতে পড়বে এবং অনতিবিম্বে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই চেয়ারম্যানকে গ্রেফতার করা না হলে লাগাতার কর্মসুচি ঘোষণার আল্টিমেটাম দেন।