
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে সোমবার (১৪ জুলাই) নানা কর্মসূচি পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. শর্মিষ্ঠা রাণী বর্মণ, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. আতিকুর রহমান খান।“ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জেলার সাত উপজেলা থেকে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।