প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৪ জুলাই, ২০২৫

আত্রাইয়ে নিজ উদ্যোগে এলাকার সাধারণ জণগণ নতুন করে রাস্তা নির্মাণ করছেন

প্রকাশের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আত্রাইয়ে নিজ উদ্যোগে এলাকার সাধারণ জণগণ নতুন করে রাস্তা নির্মাণ করছেন।

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে হাটুরিয়া গ্রামের এলাকার সাধারণ জণগণ নতুন করে মাটিদারা রাস্তা নির্মাণ করছেন।
জানাযায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া দক্ষিণ পাড়া গ্রামের রাব্বানীর বাড়ির কাছ থেকে আজাহরের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করছেন নিজ উদ্যোগে।

হাটুরিয়া দক্ষিণ পাড়া হতে দ্বিপ্চাদপুড় উত্তর পাড়া যাতায়াতের চরমভাবে সমস্যার সম্মুখীন সাধারণ জণগণ।

অনেক দিন থেকে তারা চেয়ারম্যান ও ম্যাম্বারদের কাছে ঘুরে ঘুরে সেষ পর্যন্ত মোঃ আব্দুল বারিক মোল্লা, কাফি,বাকি,মনির,মন্জু,আজহার,রাব্বানি,মোস্তফা,ইদ্রিস আলী,শামছুর রহমান। এদের উদ্যোগে প্রায় হাজার ফিট রাস্তা নির্মাণ করছেন এদের কে ইউপি সদস্য শামসুর রহমান ও বাবু রাস্তা টি দেখা সুনা করছেন ও সার্বিক সহযোগিতা করবেন বলে জানান তাহারা।
চেয়ারম্যান আফজাল হোসেন বলেন নতুন করে রাস্তার কোন বরাদ্দ নেই আপনারা রাস্তা নির্মাণ করেন।আমরা খুব তারা তারি একটি বরাদ্দ দিয়ে রাস্তাটি পুনর্নির্মাণ করে আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন