প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৩ জুলাই, ২০২৫

নওগাঁর রাণীনগরে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মরদেহ মসজিদে ঝুলেছিল

প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫

নওগাঁর রাণীনগরে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মরদেহ মসজিদে ঝুলেছিল।নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ও কওমি মাদ্রাসা তামিম হোসেন (১০) নামে এক হিফজ বিভাগের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত তামিম রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।মাদ্রাসার শিক্ষক রিফাত হোসেন জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল তামিম। জুমার নামাজেও সে যায়নি। দুপুরে খাবারের পর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের ভেতরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।ছাত্রদের ভাষ্য, তামিম সবার সঙ্গে হাসিখুশি থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা কেউই জানাতে পারেননি। মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলামও ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি। তবে এ ঘটনা জুড়ে এলাকায় চলছে বিভিন্ন জল্পনা কল্পনা।রাণীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন