
জহির রায়হান,কাউনিয়া(রংপুর)প্রতিনিধি
কাউনিয়ায় স্ত্রীর সাথে অভিমান করে শাকিব হোসেন শেখ(২২) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমসকুর গ্রামের মাসুদ রানার পুত্র শাকিব হোসেন শেখ (২২) স্ত্রী রুমি আক্তারের উপর অভিমান করে বুধবার রাতে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয় টি টের পেয়ে প্রথমে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে বৃহস্পতিবার সন্ধায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এম্বুলেন্সে ভিতরেই মারা যায়।কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বিষপানে আত্মহত্যা করার বিষয় টি নিশ্চিত করেছেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।