
সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন রাসেল রহমান (২৪) ও মুনমুন আক্তার (৩০)। উভয়ের পিতার নাম মোকলেছার রহমান এবং তারা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা (বিন্যাকুড়ি) এলাকার বাসিন্দা।তথ্য অনুসন্ধানে জানা যায় এই প্রতারকরা আপন ভাই বোন।এরা বিভিন্ন কৌশলে প্রতারনার ফাঁদ তৈরি করে মানুষকে নিঃস্ব করে।বগুড়া জেলার ধুনট থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন মোছাঃ আতিয়া খাতুন (১৯), পিতা মোঃ বকুল মিয়া, সাং-ভান্ডারবাড়ী, থানা-ধুনট, জেলা-বগুড়া।মামলার অভিযোগে জানা যায়, অভিযুক্তরা নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত অফিসার পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্র ও অন্যান্য কাগজপত্র দেখিয়ে বাদীর কাছ থেকে বিভিন্ন বিকাশ নাম্বার যোগে ১৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেন। দীর্ঘদিন পার হলেও চাকরির কোনো অগ্রগতি না হওয়ায় সন্দেহ দানা বাঁধে। এক পর্যায়ে বিষয়টি সেনাবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন ভুক্তভোগী।এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর তৎপরতায় ২নং আসামি মুনমুন আক্তারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত রাসেল রহমান পলাতক রয়েছে বলে জানা গেছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রতারণার এই ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে এবং অন্য আসামিকেও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।