প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১১ জুলাই, ২০২৫

বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য: দাখিলে জিপিএ-৫ পেলেন ৫ জন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মোঃআশরাফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় চমকপ্রদ ফলাফল করেছে। মাদ্রাসাটির ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ২৮ জন শিক্ষার্থী, যার মধ্যে ২৬ জন কৃতকার্য হয়েছেন। এরমধ্যে ৫ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছে।ফলাফল প্রকাশের পরপরই প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের মুখে ছিলো হাসি, আনন্দের আবেগে অনেকে আপ্লুত হয়ে পড়েন।মাদ্রাসার অধ্যক্ষ অহিদুল ইসলাম বলেন,“আমরা গর্বিত যে, আমাদের প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে চলেছে। শিক্ষকদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের পরিশ্রমই এই সাফল্যের মূল চাবিকাঠি। আগামীতে আরও ভালো করার প্রচেষ্টা থাকবে।জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থী বলেন,“আমি আমার ফলাফলে অত্যন্ত খুশি। আমাদের শিক্ষকরা সবসময় পাশে থেকেছেন। আমি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে চাই।বড়ভিটা এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার এ অর্জন কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অভিভাবক ও স্থানীয়রা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন