প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫

বিতর্কিত ইউএনও শেখ রাসেল পীরগাছায় বদলি, উঠছে নানা প্রশ্ন

প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫

সাতক্ষীরায় একজন সাংবাদিককে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুরের পীরগাছা উপজেলায় বদলি করা হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ইউএনও শেখ রাসেলকে পীরগাছা উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে সার্টিফিকেট মামলাগুলো পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ২১ এপ্রিল সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন ইউএনও শেখ রাসেল। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। পরে ২৪ এপ্রিল বিকেলে সাংবাদিক টিপু জামিনে মুক্তি পান।এ ঘটনার পর ৫ মে ইউএনও রাসেলকে রংপুর বিভাগে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।এর আগে, গত ২৫ জুন পীরগাছার তৎকালীন ইউএনও নাজমুল হক সুমনকে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে, যা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।স্থানীয়দের অভিযোগ, নানা বিতর্কে জড়ানো কর্মকর্তাদের রংপুর অঞ্চলে বদলি করার প্রবণতা ক্রমেই বাড়ছে। এবারের বদলিকেও ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন