
মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দই ব্যবসায়ী কে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
৮ই জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে নাসির মুনির দই ঘরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং দোকানের ট্রেড লাইসেন্স প্রদর্শন না করার অপরাধে নাসির-মুনির দই ঘরের স্বত্বাধিকারী ধুন্দার গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে নাসির হোসেন (২৮) কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৩৮) ধারায় ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
ওই সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক আবু মুছা। সহযোগিতায় ছিলেন নন্দীগ্রাম থানা পুলিশ।