
সাঈদ হাসান,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় কামারটারী এলাকার ১ নং ওয়ার্ডে জমি জমার সুত্র নিয়ে দন্ড বিরোধের জেরে চুরির অপবাদের অভিযোগ।অভিযোগকৃত জমি মাপ-যোগ করতে গিয়ে, চুরির অভিযোগ তুলে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টা। সার্ভেয়ার সহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ।ঘটনা সুত্রে জানা যায় জগতবেড় ১ নং ওয়ার্ড, মৌজা পশ্চিম জগতবেড়, জে এল নং ২৪,তৌজি নং ১৩৬৮, এস এ খতিয়ান নং ১৩৩১,১৩৩২ দাগ নং ৭৫৫৫ জমি ১৯ শতক, এর মধ্যে ৯.৫০ শতক জমি নালিশী, যাহার প্রকৃত মালিক মৃত ইসমাইল হোসেন বলে ওয়ারীশগণের দাবি।উক্ত জমির বিষয়ে সুষ্ঠু সমাধানে জন্য গত ৪ জুলাই সকাল আনুমানিক ১০ঃ৩০ ঘটিকার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে মাপযোগ কোরিয়া জমির সীমানায় খুঁটি স্থাপন করা কে কেন্দ্র করে,বর্তমান ভোগদখল করে আসা অভিযুক্ত মাহবুব হোসেন খাইরুল, ইব্রাহিম গং দের নামে মিথ্যা চুরির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যাহা মানহানির সামিল।এবিষয়ে ভুক্তভোগী ইব্রাহিম আলী জানান বাবার নামীয় সম্পত্তি দখল নিতে গিয়ে মিথ্যা চুরির অভিযোগ তুলে মাহবুব রহমান খাইরুল , সামাজিক যোগাযোগের মাধ্যমে নামসহ প্রকাশ করেন মাহাবুব হোসেন খাইরুল । আমরা থানায় অভিযোগ করেছি। অভিযুক্ত মাহবুব রহমান এর সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।এবিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।