প্রকাশের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বুধবার , ৯ জুলাই, ২০২৫

নওগাঁয় ব্যাটারিচালিত অটোর দখলে সড়ক, ভোগান্তিতে পথচারীরা

প্রকাশের সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় ব্যাটারিচালিত অটোর দখলে সড়ক, ভোগান্তিতে পথচারীরা।

নওগাঁর সড়কগুলোতে অবৈধভাবে ব্যাটারিচালিত অটো, অটোরিকশা-ভ্যানের দখলে
এতে করে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।

কোন নিয়ম কানুন ছাড়া সড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগীতা দিয়ে চলছে এসব ব্যাটারি চালিত অটো গাড়ি অটো রিকশা-ভ্যান গাড়ী। এসব গাড়ীর বেশীর ভাগ চালক কম বয়সি কিশোর ও অদক্ষ। চালকের কোনো প্রশিক্ষণ কিংবা লাইসেন্স নেই। অদক্ষ এসব চালকরা দেখেশুনে যানবাহন চালানো শিখলেও নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা।

তাদের জানা নেই ট্রাফিক আইন কিংবা সড়কের নিয়ম-কানুন মানছেন না এসব চালকরা।

এতে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ে নিরপরাধ নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে।ন্যায্য ভাড়া পরিশোধ করে যাত্রী সাধারণ সড়কে চলাচল করলেও অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের কারণে যাত্রীরা প্রাণ দিতে হচ্ছে। অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালক হওয়ায় সড়কে প্রতিযোগীতামুলভাবে গাড়ী চালাতে গিয়ে বেশীর ভাগ দুর্ঘটনা ঘটছে।

অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনার শিকার মোসাঃ ওমিছা বিবি জানান, কিছুদিন আগে নওগাঁ রোডে যাওয়ার সময় রাণীনগরের ভবানিপুর মোড়ে দুর্ঘটনার কবলে পরেন তিনি।

শাহাদত জানান আমি আত্রাইয়ের মির্জাপুর বাজার এলাকায় মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলাম আকস্মিক একটা অটো রিকশা আমাদের মোটরসাইকেলের সামনে চলে আসে সাথে সাথে আমার দুই জন মোটরসাইকেল থেকে পরে গিয়ে দুজনের হাতে ও পায়ে আঘাত পাই, বেশকিছুদিন ব্যথা থাকলে এখন অনেকটা সুস্থ।

এদিকে দেখা যায় আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজার বায়তুল্লাহ সেতুর উপর ও দক্ষিণ পশ্চিম পার্শে ব্যাটারি চালিত অটো দখল করে রেখেছে। ব্যাটারি চালিত অটো দখলের কারণে রাস্তাটি অনেক ছোট হয়ে গেছে। প্রায় প্রায় সেখানে দুর্ঘটনা হতে দেখা যায়।
নওগাঁ তাজের মোর থেকে বালুডাংগা পর্যন্ত অটর জ্যাম লেগেই থাকে অটর জ্যামে সাধারণ জণগণ অনেক কষ্টে করে চলাচল করতে হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন