প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বুধবার , ৯ জুলাই, ২০২৫

আখাউড়ায় ৫০পিস ইয়াবা ৮ বোতল স্কাফ সিরাপ ও পরোয়ানাভুক্ত আাসামি সহ গ্রেফতার ৯

প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫

লায়ন রাকেশ কুমার ঘোষ,স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই বাবুল মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ৪/০৭/২০২৫ ইং তারিখ, রাত ১২টা.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন নুরপুর জালাল চেয়ারম্যানের বাড়ির আসামী মোঃ আরিফুল ইসলাম এর বতস ঘরের চৌচালা আধাপাকা টিনের ঘরের উত্তর পাশের রুম হইতে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আরিফুল ইসলাম(৩২), পিতা-আব্দুর রশিদ, মাতা-শাহানারা বেগম, সাং-নুরপুর(মধ্যপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। থাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

অপর অভিযানকালে এস.আই মোঃ জয়নাল আবেদীন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ৪/০৭/২০২৫ ইং তারিখ, রাত ১টা.৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মানিক কমিশনারের ভাড়াটিয়া আসামী বিজয় মিয়ার চৌচালা টিনের বসত ঘরের রুম হইতে ০৮ বোতল স্কাফ সিরাপ সহ বিজয় মিয়া(২২), পিতা-মহরম আলী, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-দেবগ্রাম(পূর্বপাড়া), বর্তমানে মানিক কমিশনার এর বাড়ি রাধানগর(বনিকপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। থাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত স্কাফ সিরাপ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

অন্য অভিযানকালে এসআই) স্বপন কুমার ভৌমিক, এসআই আশিষ সূত্রধর, এসআই সুমন কান্তি দে, এসআই মোঃ জহিরুল হক, এএসআই মোঃ ইকবাল হোসেন এএসআই মোঃ মাঈন উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ জিআর-৩০/২৫(আখাউড়া) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০১। মোঃ রবিন মিয়া(২৭), পিতা-মান্নান মিয়া, সাং-নুরপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৪২৯/২৪ এর সাজাপ্রাপ্ত আসামী ০২। সোহাগ মিয়া, পিতা-মৃত জসিম মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, জিআর-১৪/২৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৩। বাবুল মিয়া(৪৮), পিতা-মৃত ধন মিয়া, ০৪। মোঃ আশরাফুল ইসলাম(২৫), পিতা-আহাদ মিয়া, উভয় সাং-দেবগ্রাম মধ্যপাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৩৪০/২৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৫। সাগর মিয়া, পিতা-জামাল মিয়া, সাং-আমোদাবাদ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, সিআর-৫২৭/২৪ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৬। রুবেল আহাম্মেদ, পিতা-মৃত জজ মিয়া, ০৭। নুরু মিয়া, পিতা-বাহার মিয়া, উভয় সাং-উমেদপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এসকল আসামি গনদেরকে পৃথক পৃথক অভিযান করিয়া গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামি গণকে আদালতে প্রেরণ করা হয়েছে।আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিউদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে, এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন