
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ‘পূর্ব শত্রুতার’ জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দুটি গরু (গাভি) মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া হাইব্রিড জাতের গাভি দুটির দাম ৩ লাখ টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত গরু মালিক আবুল হোসেন। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ নভেম্বর) ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা গ্রামে। ক্ষতিগ্রস্ত আবুল হোসেন সোনারায় ইউনিয়নের ২নং ওয়াডের সাবেক ইউপি সদস্য (মেম্বার)।গরু মালিক আবুল হোসেনের অভিযোগ, বাড়িতে দেশিও জাতসহ ৬টি গরু লালন-পালন করি। শনিবার রাতে গোয়াল ঘরে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দুটি গরু মরে পড়ে আছে। রাতে কোন এক সময় বিষ প্রয়োগ করা খাবার খেয়েই গরু দুটির মৃত্যু হয়েছে। এরমধ্যে একটি গাভি ৫ মাস আগে ও অপরটি এক বছর আগে দুটি বাছুরের জন্ম দেয়। গাভি দুটি প্রতিদিন ১০ থেকে ১২ লিটার দুধ দিতো। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন গরু দুটি মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। এরআগেও প্রতিপক্ষের লোকজন বিষ প্রয়োগ করে তাদের গোয়ালের তিনিটি গরু মেরে ফেলেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযোগকারী সন্দেহ করছেন, পূর্ব শত্রুতার জেরে গরু দুটি হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। প্রাণী সম্পদ অধিদপ্তর মৃত্যু গরু দুটির ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে গেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর যা করণীয়, তা করা হবে।এদিকে, গরু দুটির মৃত্যুর কারণ উদঘাটন করার জন্য ঘটনাস্থলে থাকা উপজেলা প্রাণীসম্পদ কর্কতা ডা. বিপ্লব কুমার দে বলেন, মৃত্যু গরু দুটি বিভিন্ন প্রকার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে গরু দুটির মৃত্যুর কারণ জানা যাবে। পরীক্ষা শেষে গরু দুটি মাটিতে পুতিয়ে রাখা হয়েছে।