
শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের নেংটিহারা ব্রীজ সংলগ্ন চাকুলিয়া বিলে গলায় রশি প্যাঁচানো আরিফ মন্ডল নামে এক অটোবাইক চালকের হত্যার ঘটনার সাথে জড়িত ২ বন্ধু মোঃ মোশারফ হোসেন ওরফে মুশফিক(২৩)ও মোঃ শান্ত মিয়া(১৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ২জুলাই বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম। তিনি জানান, সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ফলগাছা গ্রামের মৃত ফজল হক মন্ডলের ছেলে আরিফ(১৫) প্রতিদিনের মতো গত ২৮ জুন বিকেলে অটোবাইকটি নিয়ে ভাড়ার জন্য বের হন।পরে আরিফ বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখোজি করতে থাকে। একপর্যায়ে চাকুলিয়া বিলে গলায় রশি প্যাঁচানো আরিফ মন্ডল মরদেহ পাওয়া যায়। আলোচিত এ ঘটনার তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যা কান্ডের সাথে জড়িত ৩০ শে জুন রাতে নিহতের বন্ধু মুশফিক ও মোঃ শান্ত কে পহেলা জুলাই রাতে গ্রেফতার করে। সেই সাথে তাদের কাছে থাকা ছিনতাইকৃত অটো এবং ৫ টি ব্যাটারি উদ্ধার করে। গ্রেফতার মোঃ মোশারফ হোসেন ওরফে মুশফিক উপজেলার মনমথ(কালিতলা)গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও শান্ত পশ্চিম শিবরাম(বাবুর দীঘিরপাড়) গ্রামের মোঃ ছলিম উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃতদের জিজ্ঞেসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।সংবাদ সম্মেলনে আরো জানান, পুর্বের কথা কাটাকাটির জের ধরে গত ২৮ জুন রাতে দুই বন্ধু মুশফিক ও শান্ত পরিকল্পিত ভাবে আরিফ কে চাকুলিয়া বিলে নিয়ে গিয়ে অতিরিক্ত গাজা সেবন করায়। তারপর গলায় রশি পেচিয়ে আরিফ কে হত্যা করে ফেলে রেখে অটোবাইকটি নিয়ে যায়।গ্রেফতার আসামিদের কে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম, ডিএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ, কায়সার আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।