প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫

পীরগঞ্জে নতুন করে অবৈধ ইটভাটা হচ্ছে

প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫

মোঃ ফারজুল ইসলাম,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
দেশে অবৈধ ইট ভাটা উচ্ছেদ অভিযান চলমান এবং নতুন করে অবৈধ ভাটা নির্মানে নিষেধাজ্ঞা থাকলেও পীরগঞ্জে লোকালয়ে স্থানীয় প্রভাবশালী ইছাহাক আলী নতুন ভাটা নির্মান করা হচ্ছে। ভাটার কারণে ফসলের ক্ষতিসাধন এবং কালো ধোঁয়া ও ছাই এর কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে জেনেও ওই প্রভাবশালীর বিরুদ্ধে গ্রামবাসী প্রকাশ্যে প্রতিবাদ করতেও ভয় পাচ্ছেন। উপজেলার ভাগজোয়ার কাশিমপুর গ্রামে বসতবাড়ীর পাশেই ভাটার ব্যাটারি, চিমনি নির্মান চলমান রয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ‘এইবি’ ব্র্যান্ড নামে একটি চিমনীর ইট ভাটা তিন ব্যক্তি মিলে কয়েক বছর ব্যবসা করে আসছেন। ভাটাটির স্বত্বাধিকারী ছিলেন ভাগজোয়ার কাশিমপুরের মহির হাজীর ছেলে প্রভাবশালী ইসাহাক আলী I অজ্ঞাত কারণে ভাটাটির মালিক ইছাহাক আলীসহ আরো একজন ভাটাটি ভেঙ্গে পার্শ্ববর্তী কাশিমপুর ভাগজোয়ার গ্রামে স্থাপন করছে। সেখানে পাশাপাশি বসতবাড়ি, আবাদি জমি, রাস্তা এবং দুই পাশে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকার যেকোনো অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা বন্ধ করে দিয়েছেন। সেখানে প্রশাসনের নাকের ডগায় নতুনভাবে ইটভাটা চিমনী গড়ে তোলা হচ্ছে। উপজেলার মিঠিপুর ইউনিয়নের ভাগজোয়ার গ্রামে নতুন করে ইটভাটা গড়ে উঠলে স্থানীয় জনগোষ্ঠীর বসবাস এবং কৃষির ফসলি জমি বিনষ্ট হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী জানান। এ ব্যাপারে ভাটা ব্যবসায়ী ইছাহাক আলী বলেন, দেশে তো অনেকেই ব্যবসা করছে। আমার করতে দোষ কি? তিনি আরও বলেন, সরকার কাগজপত্র না দিলে কি ব্যবসা করা যাবে না? উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, দেশে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে দেয়া হচ্ছে। সেখানে কেউ যদি নতুন করে অবৈধভাবে ভাটা নির্মাণ করে, তাহলে তা উচ্ছেদ করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন