
পারভেজ গাদ্দাফী,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ১ জুলাই ২০২৫ সন্ধ্যায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে,কলেজ শহীদ মিনারে বাংলাদেশের ২০২৪ সালের শহীদ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আত্রাই উপজেলা শাখা।এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা ছাত্রদল সদস্য সচিব আদর।সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও সভাপতি মোল্লা আজাদ মেমো:সরকারি কলেজ শাখা ছাত্রদল রিফাত হাসান। সিনিয়র যুগ্ন আহবায়ক আত্রাই উপজেলা ছাত্রদল সাদিকুল ইসলাম সাদিক।সাধারণ সম্পাদক কালিকাপুর ইউনিয়ন ছাত্রদল ও সাধারণ সম্পাদক মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদল সাজু মৃধা। ৩ নং আহ্সানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস সহ আত্রাই উপজেলা ছাত্রদলের নেতাকর্মী।মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসান বলেন,আজকের এই মহান আয়োজন — “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” — কেবল একটি বর্ষপূর্তির অনুষ্ঠান নয়, এটি একটি ইতিহাসচর্চা, এটি একটি জাতিস্মৃতির জাগরণ। আমরা আজ এখানে জড়ো হয়েছি শহীদ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোকাবহ আগস্ট ও বিজয়ের গৌরবময় ইতিহাসকে স্মরণ করতে। স্মরণ করতে সেই সব বীর সন্তানকে, যাঁরা তাদের জীবন দিয়ে এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন ও ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রেখেছেন।আত্রাই থানা ছাত্রদলের সদস্য সচিব আদর বলেন,“আমাদের তরুণ প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নিক, আত্মত্যাগকে মূল্য দিক, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাক — এই লক্ষ্যেই এ আয়োজন। আলোই হবে পথের দিশারী।”