প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫

অবহেলিত ইতিহাসে জড়িয়ে আছে রংপুরের নাম

প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর জুলাই-আগস্ট অভ্যূত্থান—প্রতিবারই তাজা রক্ত দিয়ে দেশকে পথ দেখিয়েছে এই নগরীর মানুষ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ ছিলেন এই আন্দোলনের টার্নিং পয়েন্ট।
তার আত্মত্যাগ ও রংপুরবাসীর সাহসিক অবদানকে তুলে ধরতে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – রংপুর জেলা” প্রকাশ করতে যাচ্ছে সচিত্র ম্যাগাজিন “ভাঙ্গা নগরীর বজ্রকণ্ঠ”।

👉 আপনার ছবি, ভিডিও, স্মৃতি কিংবা স্মরণীয় ঘটনা পাঠান।
👉 চাইলে দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও।

রংপুরের ইতিহাসে নিজের অংশটুকু রেখে যান।
যোগাযোগ করুন এখনই!

গল্প সহ ছবি নিচের লিংকে প্রবেশ করে সাবমিট করুন আগামী ১০ জুলাইয়ের মধ্যে।
অথবা হোয়াটসঅ্যাপে 01862739457

https://docs.google.com/forms/d/1calcj-NKdBWSkqTU-6X04yfMF51agD2I_ycPtDW5rxM/edit#settings

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন