প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫

আবারো চেম্বারের সভাপতি নির্বাচিত আব্দুল ওয়াহেদ, দিনভর ফুলের শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মোঃ আসাদুল্লাহ সনি,নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুল ওয়াহেদ। নির্বাচনে সভাপতি পদে আব্দুল ওয়াহেদসহ তার প্যানেল থেকে সাধারণ সদস্য পদে ১৩ পদের বিররীতে ১২ জনই জয় লাভ করেন। অন্যদিকে নির্বাচনে জামায়াত ও বিএনপির একাংশের সমর্থন পাওয়া হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।জেলার ব্যবসায়ীদের নির্বাচন হলেও, গত সপ্তাহ খানেক থেকে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের ছিলো বেশ দোড়ঝাপ। চেম্বারের বর্তমান সভাপতি বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ নেতৃত্বে প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্দিতায় নামে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল। হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেলের নির্বাচনী প্রচারনায় সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হারুনুর অর রশিদ ও সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা লতিফুর রহমান অংশ নিতে দেখা যায়।অন্যদিকে আব্দুল ওয়াহেদের নেতৃত্বে প্যানেলের প্রচারনায় জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া সহ বিএনপির আরেক অংশকে দেয়া গিয়েছিলো। রবিবার দিনভর জেলার বিভিন্ন ব্যবসায়ীরা চেম্বারের সভাপতি নির্বাচিত হওয়ার আব্দুল ওহেদসহ তার প্যানেলকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন