প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান

প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫

গতকাল অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা

এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন জিয়াউর রহমান সহ সেনাবাহিনীর সদস্যগণ .

এসময় উপস্থিত সকল সিএনজি চালকদেরকে সতর্ক করা হয়। তারা অতিরিক্ত ভাড়া নিবেন না, মর্মে উপজেলা প্রশাসনকে আশ্বস্ত করেন। উল্লেখ্য, সিএনজি চালকদেরকে নারী যাত্রীদের সাথে সৌজন্যমূলক আচরণের পরামর্শ দেয়া হয়।

তবে অভিযান পরিচালনার পর থেকে সাধারণ যাত্রীদের মধ্যে প্রশান্তি বিরাজ করছে , যাত্রীরা এখন নির্বিগ্নে যাতায়াত করতে পারবে

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন