প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ১৫ জুলাই, ২০২৫

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

শহিদুজ্জামান বাবু, খুলনা ব্যুরো প্রধানঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন উপজেলার সড়াবাড়িয়া এলাকার আকবর বিশ্বাসের ছেলে ও নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের করণিক পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাঠে আমনের বীজতলা তৈরি করতে যায়। এ সময় বীজতলায় পানি বৈদ্যুতিক মটরে সংযোগ দেয়। পরে কাজ শেষে বৈদ্যুতিক মটর বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে মাঠের লোকজন এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নতুনবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, জাহাঙ্গীর হোসেন তার বিদ্যালয়ে করণিক পদে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন