প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বুধবার , ৯ জুলাই, ২০২৫

সাপের ছোবলে বৃদ্ধের মৃত্যু, শাজাহানপুরে শোকের ছায়া

প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫

সুচন্দন সরকার(চন্দন)শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে সাপের ছোবলে মোকসেদ আলী প্রাং (৭২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।জানা যায়, মৃত মোকসেদ আলী প্রাং মানিকদিপা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। গত শুক্রবার বিকেল ৪টার দিকে টেংড়ামাগুর বাজার থেকে পান-সুপারি কিনে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুর-নাটোর মহাসড়কের পাশে নাজিম আলীর রাইচ মিলের কাছে ধানের জমির আইলে প্রস্রাব করার সময় একটি বিষধর সাপ তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলে ছোবল দেয়।সাপের বিষক্রিয়ায় মোকসেদ আলী যন্ত্রনায় ছটফট করতে করতে ধানের আইল থেকে পাকা রাস্তার ওপর লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় শাজাহানপুর থানায় একটি অপমৃত্যু মামলা (নং-১৫, তাং-৩১/০৫/২০২৫ খ্রিঃ) রুজু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন