প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫

নন্দীগ্রামে ভূমি মেলা সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ভূমি মেলা সংক্রান্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৭শে মে (মঙ্গলবার) উপজেলা ভূমি অফিস নন্দীগ্রাম এর আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রকৌশলী আবু তালিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফজলুল করিম, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, সাব-রেজিস্টার শামীমা সুলতানা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক, পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন