প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার , ২৯ মে, ২০২৫

নওগাঁর আত্রাইয়ে ওলামায়ে কেরামের উদ্যোগে ভণ্ড পীরের মাজার নির্মাণ বন্ধ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আত্রাইয়ে ওলামায়ে কেরামের উদ্যোগে ভণ্ড পীরের মাজার নির্মাণ বন্ধ করে দিয়েছেন।

নওগাঁর আত্রাইয়ের ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের পার্শ্ববর্তী স্থানে ডবল ব্রিজ নামক এলাকায় একটি মাজার নির্মাণের অপচেষ্টা চালায়।

উক্ত স্থানে সিমেন্ট ও ইট দিয়ে একটি কাঠামো নির্মাণ করে লাল শালিক টাঙ্গিয়ে দিয়ে মাজার বানানোর চেষ্টা চালাই তেছিল।

আত্রাই থানার ওলামায়ে কেরাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে এই শিরকপূর্ণ কাজটি বন্ধ করে দেন। এতে নেতৃত্ব দেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, হযরত মাওলানা মোহাম্মদ মুজাহিদ খান সাহেব (হাফিজাহুল্লাহ)এবং আত্রাই ইমাম-উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব (হাফিজাহুল্লাহ)।

তাদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামের আকীদা ও তাওহীদের পবিত্রতা রক্ষায় ওলামায়ে কেরামের এ ধরনের সাহসী ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

এলাকার সাধারণ জণগণ অত্যান্ত খুসি তারা বলেন ওলামায়ে কেরামের উদ্যোগে ভণ্ড পীরের মাজার নির্মাণ বন্ধ হওয়াতেই আমরা শেরেক বেদাতি রক্ষা পেলাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন