
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল নূরুল আলা নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এক বেলা ভালো খাবারের আয়োজন করা হয়েছে। দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এই মহতী উদ্যোগ গ্রহণ করে। এ আয়োজনে মোট ৪৮ জন অতিথি, এতিম ও হাফেজ শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়, যা তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে এবং মানবিক সহানুভূতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের বগুড়া জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান শামীম। আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মামুনুর রশিদ, হাফেজ আব্দুল্লাহ, ক্বারী মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, মোকামতলা মডেল প্রেসক্লাবের সাংবাদিক সাবিত হাসান এবং সাংবাদিক রাসেল আহম্মেদ।এই ধরনের মানবিক কর্মসূচি সমাজে সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের বীজ বপন করে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।