প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২৬ মে, ২০২৫

গাইবান্ধায় ‘জিওপি’ গণঅধিকার পরিষদ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা 

প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫

শাহ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
গণঅধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (২৪শে মে) রাতে জিওপি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জিওপি এর গাইবান্ধা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।এই কমিটিতে সভাপতি পদে জনাব শামছুজ্জামান সিদ্দিকী মামুন,  সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ সামিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ রুমন বসুনিয়া সহ ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। পূর্বের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ ও বিলুপ্ত  হওয়ায় রংপুর বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক জনাব  মাসুদ রানা মোন্নাফ এবং কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য ও বিভাগীয় উপকমিটির  প্রধান সমন্বয়ক জনাব মোঃ হানিফ খান সজীব এর নেতৃত্বে গাইবান্ধা জেলা শাখার এ কমিটি গঠিত হয়।নবগঠিত কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন যে,সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার,  অধিকার ও জাতীয়স্বার্থের মূল্যবোধকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এবং সামনের দিকেও এ ধারা বজায় থাকবে ইনশাআল্লাহ।তিনি নবগঠিত জেলা  কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখা বলিষ্ঠভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং খুব দ্রুত সাতটি উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রম ছড়িয়ে পড়বে ও উপজেলা কমিটি  গঠন হবে বলে প্রত্যাশা রাখেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আফফান হোসাইন আজমীর (ডিএমএফ), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ এস,এম,সি রোড, গুপ্তপাড়া, রংপুর। mdaffanhossainazmir@gmail.com. যোগাযোগঃ ০১৭৬১৩৩২৩৬৭

প্রিন্ট করুন